নদীয়া জেলা চাকদা থানার অন্তর্গত বিষ্ণুপুর জগন্নাথপুর গ্রামে মাধবেন্দ্র পুরী পাদের তিরোভাব তিথি উপলক্ষে মাধবেন্দ্র পুরী ভজন কুটিরে অনুষ্ঠিত হলো নামহট্ট উৎসব
Mar 26, 2022
নদীয়া জেলা চাকদা থানার অন্তর্গত বিষ্ণুপুর জগন্নাথপুর গ্রামে মাধবেন্দ্র পুরী পাদের তিরোভাব তিথি উপলক্ষে মাধবেন্দ্র পুরী ভজন কুটিরে অনুষ্ঠিত হলো নামহট্ট উৎসব অনুষ্ঠানে 50 জন ভক্ত উপস্থিত হয়েছিল মঙ্গলাচরণ ভজন কীর্তন ও মাধবেন্দ্র পুরী লীলা কথা আলোচিত হয়েছে উক্ত অনুষ্ঠানে মাধবেন্দ্র পুরী লীলা কথা পরিবেশন করেছেন চাকদহ এর অন্যতম চক্র সেনাপতি সেবক গোপপতি দাস ও রাঘব গৌরাঙ্গ দাস
এই স্থানের বিশেষ মহিমা মাধবেন্দ্র পুরী এই স্থানে ভজন করেছিলেন এবং এই স্থানে মাধবেন্দ্র পুরী তাদের সাথে অদ্বৈত আচার্য প্রভুর প্রথম মিলন হয়েছিল মাধবেন্দ্র পুরী তাদের পুত্র বিষ্ণু তার নাম অনুসারে এই স্থানের নাম হয় বিষ্ণুপুর
এই স্থানের সুপ্রাচীন বটবৃক্ষ ওর 700 ও 800 বছরের পুরনো মন্দির ও তমাল বৃক্ষ রয়েছে
বর্তমানে এই স্থানের বিশেষ দায়িত্ব আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ উপর রয়েছে