গঙ্গারামপুরের কাদিঘাটে তিনদিন ব্যাপী সান্ধ্যকালিন অনুষ্ঠান
Jan 29, 2023
কাদিঘাট,গঙ্গারামপুর,দক্ষিণ দিনাজপুরঃ ২৮/০১/২০২৩ তারিখে মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রচারক পূজ্যপাদ গোপিপ্রিয় গোপাল দাস ব্রহ্মচারী প্রভুর তত্ত্বাবধানে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত কাদিঘাটে তিনদিন ব্যাপি পুজ্যপাদ কীর্তিমান কেশব প্রভু প্রায় ৩০০ জন ভক্তদের উপস্থিতিতে সন্ধ্যাকালীন ভাগবতীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হল। অনুষ্ঠানের প্রারম্ভে প্রত্যেহ বৈকাল ৩.৩০ ঘটিকায় হরিনাম সংকীর্তনের মাধ্যমে নগর পরিক্রমা করা হয়। নগর পরিক্রমার পর বৈষ্ণবীয় ভজন কীর্তন পরিবেশিত হয়। ভজন কীর্তনের পর এই স্থানে পর্যায়ক্রমে এই স্থানে তুলসী আরতি, গৌরআরতি এবং নৃসিংহ আরতি অনুষ্ঠিত হয়। এরপর এই স্থানে কীর্তিমান কেশব প্রভু উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে হরিকথা তথা ভাগবত কথা পরিবেশন করেন। এরপর এই স্থানে উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।