নামহট্ট সেন্টার উদ্বোধন উপলক্ষে তিনদিন ব্যাপী অনুষ্ঠান

Mar 21, 2023

নবরমপুর টাউন,নবরমপুর,পশ্চিম ওড়িশাঃ পশ্চিম ওড়িশার নবরমপুর জেলার অন্তর্গত নবরমপুর টাউন নামক স্থানের  ২৪/০২/২০২৩ থেকে ২৬/০২/২০২৩ তারিখ, তিনদিন ব্যাপী নামহট্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মায়াপুরের ইসকনের অন্যতম প্রচার বিভাগ শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট বিভাগের অন্যতম প্রচারক তথা পশ্চিম ওড়িশা রাজ্যের ভারপ্রাপ্ত প্রচারক পূজ্যপাদ সুবল হরিদাস ব্রহ্মচারী প্রভু। এই তিনদিন ব্যাপী অনুষ্ঠানের প্রারম্ভে বৈষ্ণবীয় ভজন কীর্তন পরিবেশিত হয়েছিল। ভজন কীর্তনের পর এই স্থানে পর্যায়ক্রমে এই স্থানে আরতি অনুষ্ঠিত হয়েছিল। আরতির পর পূজ্যপাদ সুবল হরি দাস প্রভু উপস্থিত ৭০০ থেকে ১২০০ জন  ভক্তদের উদ্দেশ্যে হরিকথা পরিবেশন করেন। প্রতিদিন এই স্থানে উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়েছিল।