মালদা জেলার মানিকচক গ্রামে গৃহপ্রবেশ অনুষ্ঠানকে কেন্দ্র করে মধ্যাহ্নকালীন অনুষ্ঠান
May 18, 2022
মানিকচক,মালদাঃ মালদা জেলার মানিকচক গ্রামের এক শ্রদ্ধাকুটির প্রাঙ্গণে ০৯/০৫/২০২২ তারিখে নতুন মন্দির প্রতিষ্ঠা এবং গৃহপ্রবেশ অনুষ্ঠানের শুভ আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের অন্তর্গত ইসকনের শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্টের অন্যতম জেলা প্রচারক তথা মালদা জেলার ভারপ্রাপ্ত প্রচারক পুজ্যপাদ গোপীপ্রিয় গোপাল দাস প্রভু এবং নামহট্টের ভক্তবৃন্দ। এছাড়াও এই স্থানে ৪০ জন ভক্ত উপস্থিত ছিলেন। এইদিন পূজ্যপাদ গোপীপ্রিয় গোপাল দাস প্রভু গৃহপ্রবেশ অনুষ্ঠান উপলক্ষে বৈষ্ণবীয় যজ্ঞে অংশগ্রহণ করেন। এরপর পূজ্যপাদ গোপি প্রিয় গোপাল উপস্থিত ৪০ জন ভক্তদের উদ্দেশ্যে হরিকথা পরিবেশন করেন এবং উপস্থিত শ্রদ্ধাবান ভক্তদের উদ্দেশ্যে জপশিক্ষা প্রদান করেন এবং তাঁদের দেখিয়ে দেন কীভাবে জপমালায় ভগবানের অপ্রাকৃত নাম জপ করতে হয়।সবশেষে উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।