সারাদিন ব্যাপী নামহট্ট লিডার শিপ ক্যাম্প
Jan 08, 2023
ইস্কন সাভার,বাংলাদেশঃ বাংলাদেশের ইস্কন সাভার মন্দিরে ০৭/০১/২০২৩ তারিখে পূজ্যপাদ পদ্মনেত্র প্রভুর উপস্থিতিতে সারাদিন ব্যাপী নামহট্ট উৎসব তথা নামহট্ট লিডার শিপ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের অন্তর্গত ইসকন,নামহট্ট প্রচার বিভাগের অন্যতম কো রিজিওন্যাল ডাইরেক্টর পূজ্যপাদ পদ্মনেত্র দাস ব্রহ্মচারী প্রভু , বাংলাদেশের অন্যতম সাধারন সম্পাদক পূজ্যপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু, বাংলাদেশের অন্যতম সহ সাধারন সম্পাদক পুজ্যপাদ জগৎগুরু দাস ব্রহ্মচারী প্রভু, বাংলাদেশের বরিষ্ঠ প্রচারকগন এবং অন্যান্য ভক্তবৃন্দ। অনুষ্ঠানের প্রারম্ভে হরিনাম সংকীর্তন এবং মহাজন বিরচিত ভজন কীর্তন পরিবেশিত হয়। এইদিন সারাদিন ব্যাপী এই অনুষ্ঠান সংঘটিত হয়। এইদিন এইস্থানে নামহট্ট প্রচারের গুরুত্ব, প্রচারের যোগ্যতা এবং কিভাবে আরও ভালো প্রচার করা যায় সেই সম্পর্কে এই স্থানে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে পূজ্যপাদ পদ্মনেত্র দাস ব্রহ্মচারী প্রভু এই সমস্ত বিষয়ে আলোকপাত করেন। প্রায় ৩০০ জন ভক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পূজ্যপাদ পদ্মনেত্র প্রভুর পাঠ প্রদানের পর এই স্থানে উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।