ওপার বাংলার সুত্রাপুর নামহট্ট মেলায় পূজ্যপাদ পদ্মনেত্র প্রভুর আগমন
Jan 07, 2023
সুরাপুর,ঢাকা,বাংলাদেশঃ বাংলাদেশের ঢাকা শহরের অন্তর্গত সুত্রাপুর নামহট্ট মেলায় পূজ্যপাদ পদ্মনেত্র প্রভুর আগমনকে ঘিরে এবং বিলাস যাত্রা, পুষ্প অভিষেক ও পিঠা উৎসবকে কেন্দ্র করে গত ০৫/০১/২০২৩ তারিখে মধ্যাহ্নকালীন নামহট্ট মেলা অনুষ্ঠান সংঘটিত হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের অন্তর্গত ইসকন,নামহট্ট প্রচার বিভাগের অন্যতম কো রিজিওন্যাল ডাইরেক্টর পূজ্যপাদ পদ্মনেত্র দাস ব্রহ্মচারী প্রভু ,বাংলাদেশের অন্যতম বরিষ্ঠ ব্রহ্মচারী প্রভু পূজ্যপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু এবং অন্যান্য ভক্তবৃন্দ। অনুষ্ঠানের প্রারম্ভে বৈষ্ণব মহাজন রচিত ভজন কীর্তন পরিবেশন করা হয় এবং অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। ভজন কীর্তনের পর এই স্থানে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে পূজ্যপাদ পদ্মনেত্র দাস ব্রহ্মচারী প্রভু হরিকথা প্রদান করেন এবং এই স্থানের তিনভক্তের হাতে খড়ি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর এইস্থানে মধ্যাহ্নকালীন ভোগআরতি অনুষ্ঠিত হয়।এইস্থানে প্রায় ৫০০ থাকে ৫৫০ জন ভক্ত উপস্থিত ছিলেন এবং তাঁরা সকলেই নৃত্য কীর্তন সহযোগে আরতিতে অংশগ্রহণ করেন।আরতির পর এই স্থানে উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।