
বাদুড়িয়ায় সান্ধ্যকালীন নামহট্ট অনুষ্ঠানে পুজ্যপাদ সুদামা সখা দাস ব্রহ্মচারী প্রভুর আগমন
Jun 20, 2022
বাদুড়িয়া ,উত্তর ২৪ পরগনাঃ উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত বাদুড়িয়ার এক স্থানে নামহট্ট অনুষ্ঠানকে কেন্দ্র করে ১৪/০৬/২০২২ তারিখে সান্ধ্যকালীন আরতি অনুষ্ঠানের শুভ আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের ইসকনের অন্যতম প্রচার বিভাগ তথা শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট বিভাগের অন্যতম প্রচারক তথা উত্তর ২৪ পরগনা জেলার ভারপ্রাপ্ত প্রচারক পুজ্যপাদ সুদামা সখা দাস ব্রহ্মচারী প্রভু। এই স্থানে প্রায় ১৫০ জন ভক্ত উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রারম্ভে এই স্থানের ভক্তদের একত্রিত করে হরিনাম সংকীর্তন সহযোগে নগর পরিক্রমা করা হয়। এরপর বৈষ্ণব মহাজন রচিত ভজন কীর্তন পরিবেশিত হয়। ভজন কীর্তনের পর এই স্থানে পর্যায়ক্রমে এই স্থানে তুলসী আরতি, গৌর আরতি এবং নৃসিংহ আরতি অনুষ্ঠিত হয়। এরপর এই স্থানে পুজ্যপাদ সুদামা সখা দাস ব্রহ্মচারী প্রভু উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে হরিকথা পরিবেশন করেন এবং সবশেষে এই স্থানে উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।