ইসকন মেছেদা জগন্নাথ মন্দিরে শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের আগমন ও সন্ধ্যারতি
Nov 17, 2022
মেচেদা,পূর্ব মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত মেছেদা জগন্নাথ মন্দিরে ০৭/১১/২০২২ তারিখে সমস্থ ভক্তরা আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন । এই সন্ধ্যারতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের অন্তর্গত ইসকন,নামহট্ট বিভাগের অন্যতম ত্রিদণ্ডী সন্ন্যাসী তথা নামহট্টের রিজিওন্যাল ডাইরেক্টর শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ এবং ইসকন মেছেদা মন্দিরের অধ্যক্ষ পূজ্যপাদ আনন্দময় গোবিন্দ দাস ব্রহ্মচারী প্রভু। অনুষ্ঠানের প্রারম্ভে এই স্থানের ভক্তরা নৃত্য এবং হরিনাম সংকীর্তন সহযোগে নগর পরিক্রমায় অংশগ্রহন করেন। পরিক্রমার পর এই স্থানে সন্ধ্যারতি অনুষ্ঠান সংঘটিত হয়। সন্ধ্যারতির পর এই স্থানের ভক্তদের উদ্দেশ্যে শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ হরিকথা প্রবচন প্রদান করেন। সবশেষে এই স্থানে উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।