রাধামাধব নামহট্টে মধ্যাহ্নকালীন ভোগ আরতি
Mar 27, 2022
ঘটকপুকুর ,5,/Bকলোনি,বি গোবিন্দপুর,ভাঙ্গড়,কোলকাতাঃ কোলকাতা জেলার বি গোবিন্দপুরের অন্তর্গত ঘটকপুকুরে রাধামাধব নামহট্টে ২৬/০৩/২০২২ তারিখে মধ্যাহ্নকালীন সময়ে অনুষ্ঠিত হয় নামহট্ট উৎসব। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের অন্তর্গত ইসকন,নামহট্ট বিভাগের অন্যতম জেলা প্রচারক তথা পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত প্রচারক পূজ্যপাদ ভাগবত কীর্তন দাস প্রভু ,কলকাতা জেলার ভারপ্রাপ্ত প্রচারক পুজ্যপাদ কৃষ্ণ পরম পুরুষ দাস প্রভু এবং তাঁর সহকারী প্রান গিরিরাজ প্রভু। অনুষ্ঠানের প্রারম্ভে পুজ্যপাদ ভাগবত কীর্তন দাস প্রভু তাঁর সুমধুর কণ্ঠে ভজন কীর্তন পরিবেশন করেন এবং এই স্থান আনন্দে ভরে ওঠে।
এরপর এই স্থানে হরিকথা প্রদান করা হয়। এই স্থানে হরিকথা প্রবচন প্রদান করেন পূজ্যপাদভাগবত কীর্তন দাস প্রভু। প্রভুর পাঠ প্রদানের পর এই স্থানে মধ্যাহ্নকালীন ভোগ আরতি পরিবেশিত হয়। প্রায় ১৫০ জন ভক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভোগ আরতির পর এই স্থানে উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।