
গৃহপ্রবেশ অনুষ্ঠানে ভজন কীর্তন ও যাগযজ্ঞ
May 20, 2022
বার গুরুলিয়া,কোলাঘাট ,পূর্ব মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার এক স্থানের বার গুরুলিয়ার এক শ্রদ্ধাকুটির প্রাঙ্গণে গৃহপ্রবেশ অনুষ্ঠানকে কেন্দ্র করে ১০/০৫/২০২২ তারিখে মধ্যাহ্নকালীন সময়ে নামহট্ট উৎসব অনুষ্ঠান সংঘটিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসকন মেছেদা মন্দিরের অধ্যক্ষ পূজ্যপাদ আনন্দময় গোবিন্দ দাস ব্রহ্মচারী প্রভু। অনুষ্ঠানের প্রারম্ভে এই স্থানে উপস্থিত ভক্তরা একত্রিত হয়ে বৈষ্ণব মহাজন রচিত ভজন কীর্তন পরিবেশন করেন। এরপর পূজ্যপাদ আনন্দময় গোবিন্দ দাস প্রভু এই স্থানে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে হরিকথা প্রদান করেন এবং গৃহপ্রবেশ অনুষ্ঠান উপলক্ষে বৈষ্ণবীয় যজ্ঞে অংশগ্রহণ করেন। প্রায় ১৫০ জন ভক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রভুর পাঠ প্রদানের পর এই স্থানে মধ্যাহ্নকালীন ভোগারতি পরিবেশিত হয়। সবশেষে উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।