বীরভুম ও পাকুড় জেলা নামহট্ট মেলা ২০২৪

Aug 09, 2024

২৩ তারিখ সকালে ভক্তদের আগমন হয় , ভক্তদের রেজিস্ট্রেশনের পর সকলের জন্য থাকে মহাপ্রসাদ , ভক্তরা মহাপ্রসাদ পেয়ে ঠিক বিকেল চারটের সময় মঙ্গল ধ্বনি ও প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে এই নামহট্ট মেলার শুভ সূচনা হয়। ভজন কীর্তন ও প্রবচনের মাধ্যমে এই অনুষ্ঠান চলতে থাকে এবং সকলের জন্য মহাপ্রসাদ। ২৪ তারিখ সকালে  ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের উদ্দেশ্যে নগর কীর্তন এর মাধ্যমে দিয়ে যাত্রা শুরু করে এবং ওখানে পৌঁছে মহাপ্রভুর দিব্য লীলা মহিমা শ্রবন করে আবার নামহট্টে ফিরে এসে মহাপ্রসাদ পান। তারপর ভক্তরা টি ও ভি পি অর্থাৎ নতুন মন্দির দর্শন করে ,গঙ্গাস্নান করেন এবং  বৈকালিক ও সন্ধ্যাকালীন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এই নামহট্ট মেলা চলতে থাকে। ২৩-২৪ ও ২৫ এই তিন দিনব্যাপী নামহট্ট মেলায় ভক্তরা সমবেত হয়ে ভক্তি জীবনের গুরুত্বপূর্ণ বিষয়াদি শ্রবণ করে এছাড়াও ধামবাস গঙ্গাস্নান ও শ্রী শ্রী রাধামাধব পঞ্চতত্ত্ব নৃসিংহদেব দর্শন করেন এবং কৃপা প্রাপ্ত হন।