ওড়িশার সিঙ্গীপুর নামহট্ট সেন্টারে নিত্যানন্দ ত্রয়োদশী উৎসব পালন

Mar 21, 2023

সিঙ্গীপুর,রয়াগদা ,দক্ষিণ ওড়িশাঃ দক্ষিণ ওড়িশার রয়াগদা জেলার নামহট্ট সেন্টারে নিত্যানন্দ ত্রয়োদশী মহামহোৎসব পালিত হলো।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মায়াপুরের ইসকনের অন্যতম প্রচার বিভাগ শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট বিভাগের অন্যতম প্রচারক তথা পশ্চিম ওড়িশা রাজ্যের ভারপ্রাপ্তপ্রচারক পূজ্যপাদ সুবল হরিদাস ব্রহ্মচারী প্রভু। প্রায় দুদিন ব্যাপী এই অনুষ্ঠান চলতে থাকে।  অনুষ্ঠানের প্রারম্ভে বৈষ্ণবীয় ভজন কীর্তন পরিবেশিত হয়েছিল।ভজন কীর্তনের পর এই স্থানে নিত্যানন্দ প্রভুর অভিষেক অনুষ্ঠিত হয়। এরপর পূজ্যপাদ  সুবল হরি দাস প্রভু উপস্থিত ১৫০০ জন  ভক্তদের উদ্দেশ্যে নিত্যানন্দ প্রভুরকথা পরিবেশন করেন। এরপর এই স্থানে উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়েছিল।