চাতরপাড়ায় অনুষ্ঠিত হল শুভ অন্নপ্রাশন অনুষ্ঠান।

Mar 24, 2022

চাতরপাড়া, তেহট্ট, নদীয়াঃ ১৭/০৩/২০২২ তারিখে নদীয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত চাতরপাড়া গ্রামের বাসিন্দা সুশান্ত মঙ্গল দাস প্রভুর কনিষ্ঠা কন্যা রাধিকা মাতাজির শুভ অন্নপ্রাশন অনুষ্ঠান অনুষ্ঠিত হল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের অন্তর্গত ইসকনের অন্যতম বিভাগ শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্টের অন্যতম জেলা প্রচারক তথা  নদীয়া এবং মুর্শিদাবাদ  জেলার ভারপ্রাপ্ত প্রচারক পূজ্যপাদ বসুদেব নন্দন দাস ব্রহ্মচারী প্রভু। অনুষ্ঠানের প্রারম্ভে মঙ্গলাচরণ, ভজন কীর্তন পরিবেশিত হয়। এরপর এই স্থানে পূজ্যপাদ বসুদেব নন্দন দাস প্রভু উপস্থিত ৪০০ জন  ভক্তদের উদ্দেশ্যে হরিকথা পরিবেশন করেন । এরপর এইস্থানে মধ্যাহ্নকালীন ভোগ আরতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভোগ আরতির পর পূজ্যপাদ বসুদেব নন্দন প্রভুর মাধ্যমে শুভ অন্নপ্রাশন অনুষ্ঠান সুসম্পন্ন হয়। এরপর অনুষ্ঠানে উপস্থিত সমস্ত ভক্তরা আনন্দের সহিত মহাপ্রসাদ গ্রহণ করেন।