
গৃহপ্রবেশ উপলক্ষে মধ্যাহ্নকালীন ধর্ম অনুষ্ঠান
Mar 22, 2022
সমুদ্রগড়, নাদনঘাট, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার অন্তর্গত সমুদ্রগড় গ্রামে অনুষ্ঠিত হল এক ভাগবতীয় অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের অন্তর্গত ইসকনের অন্যতম বিভাগ শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্টের অন্যতম কো-রিজিওনাল ডাইরেক্টর পূজ্যপাদ পদ্মনেত্র দাস ব্রহ্মচারী প্রভু। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব -পশ্চিম বর্ধমান এবং ঝাড়খন্ড জেলার প্রচারক পূজ্যপাদ শ্রী সারথি কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু। অনুষ্ঠানের প্রারম্ভে শ্রী সারথি কৃষ্ণ প্রভুর সুমধুর কণ্ঠে মঙ্গলাচরণ ও ভজন কীর্তন পরিবেশিত হয় এবং অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর এই স্থানে উপস্থিত প্রায় ৫০০ জন ভক্তদের উদ্দেশ্যে শ্রীমদ্ভাগবতম থেকে পাঠ পরিবেশন করেন পূজ্যপাদ পদ্মনেত্র দাস ব্রহ্মচারী প্রভু।এরপর উপস্থিত সমস্ত ভক্ত মধ্যাহ্নকালীন ভোগ আরতি অনুষ্ঠানে যোগদান করেন। ভোগ আরতির পর সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় এবং ভক্তরা আনন্দের সহিত মহাপ্রসাদ গ্রহণ করেন।
হরে কৃষ্ণ ।