মাঠখিদিরপুরে দীপদান অনুষ্ঠান
Nov 07, 2022
মাঠখিদিরপুর, বুনিয়াদপুর,দক্ষিণ দিনাজপুরঃ ২৪/১০/২০২২ তারিখে মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রচারক পূজ্যপাদ গোপিপ্রিয় গোপাল দাস ব্রহ্মচারী প্রভুর তত্ত্বাবধানে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের মাঠখিদিরপুরে পুজ্যপাদ কীর্তিমান কেশব প্রভু প্রায় ১৫০ জন ভক্ত একত্রিত হয়ে ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে দীপ প্রদান করেন। অনুষ্ঠানের প্রারম্ভে বৈষ্ণবীয় ভজন কীর্তন পরিবেশিত হয়। ভজন কীর্তনের পর এই স্থানে পর্যায়ক্রমে সন্ধ্যারতিতে অংশগ্রহণ করেন।সন্ধ্যারতির পর এই স্থানের ভক্তরা ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে দীপ প্রদান করেন। এরপর এই স্থানে কীর্তিমান কেশব প্রভু উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে ভগবান শ্রী দামোদরের লীলাকথা পরিবেশন করেন। এরপর এই স্থানে উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।