তমলুক শহরে শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের উপস্থিতিতে ভক্ত সমাবেশ

Jun 13, 2022

তমলুক ,পূর্ব  মেদিনীপুরঃ পূর্ব  মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত তমলুক শহরের এক স্থানকে কেন্দ্র করে সান্ধ্যকালীন  অনুষ্ঠানকে কেন্দ্র করে ২২/০৫/২০২২ তারিখে  নামহট্ট উৎসব অনুষ্ঠান সংঘটিত হয়। এই  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংকীর্তন বিভাগের অন্যতম ত্রিদণ্ডী সন্ন্যাসী শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ এবং ইসকন মেছেদা মন্দিরের অধ্যক্ষ পূজ্যপাদ আনন্দময় গোবিন্দ দাস ব্রহ্মচারী প্রভু। অনুষ্ঠানের প্রারম্ভে  এই স্থানে উপস্থিত ভক্তরা একত্রিত হয়ে  বৈষ্ণব মহাজন রচিত ভজন কীর্তন পরিবেশন করেন। এরপর শ্রীধাম মায়াপুরের ন্যায় সন্ধ্যারতি সংঘটিত হয়। আরতির পর শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ এই স্থানে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে ভাগবত কথা প্রদান করেন প্রায়  ৩০০০ জন ভক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মহারাজের পাঠ প্রদানের পর এই স্থানে উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।