বৈদিক বনভোজনে ভক্তের মিলনমেলা,হাজারাধিক ভক্ত সমাগম জয়চণ্ডী পাহাড়ে

Jan 05, 2023

জয়চণ্ডী পাহাড়, রঘুনাথপুর, পুরুলিয়াঃ পুরুলিয়া জেলার রঘুনাথপুর এলাকার  জয়চণ্ডী পাহাড়ের তটদেশে ১৮/১২/২০২২ তারিখে বৈদিক বনভোজনে মাতল হাজারাধিক ভক্ত। এই বনভোজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  শ্রীধাম মায়াপুরের অন্তর্গত ইসকন,নামহট্ট বিভাগের  অন্যতম ত্রিদণ্ডী সন্ন্যাসী তথা নামহট্টের রিজিওন্যাল ডাইরেক্টর শ্রী শ্রীমৎ  গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ,নামহট্টের কো রিজিওন্যাল ডাইরেক্টর  শ্রী শ্রীমৎ ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ, কীর্তন সুধাকর পুজ্যপাদ কমল গোপাল দাস ব্রহ্মচারী প্রভু, নামহট্ট বিভাগের হুগলী জেলার ভারপ্রাপ্ত প্রচারক পুজ্যপাদ আত্মানন্দ গৌর দাস ব্রহ্মচারী প্রভু, বাঁকুড়া,পুরুলিয়া,ও ঝাড়খণ্ড জেলার ভারপ্রাপ্ত প্রচারক পুজ্যপাদ শ্রীবাস চরন দাস ব্রহ্মচারী প্রভু, পুজ্যপাদ রসময়ানন্দ ব্রহ্মচারী প্রভু এবং আরও অনেক ব্রহ্মচারী ও বরিষ্ঠ ভক্তবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে শ্রীধাম মায়াপুর থেকে আগত নিতাই প্রভুর সুমধুর কণ্ঠে কীর্তন পরিবেশিত হয়। এরপর শ্রী শ্রীমৎ  গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ এবং  শ্রী শ্রীমৎ ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ উপস্থিত ভক্তদের হরিকথা পরিবেশন করেন। মহারাজদ্বয়ের হরিকথা পরিবেশনের পর পুজ্যপাদ কমল গোপাল দাস ব্রহ্মচারী প্রভুর কীর্তন পরিবেশিত হয়। এই স্থানে প্রায় ৩০০০ এর অধিক ভক্ত উপস্থিত ছিলেন। সবশেষে সমস্থ ভক্ত এইস্থানে মহাপ্রসাদ গ্রহন করেন।