পূজ্যপাদ নাড়ুগোপাল প্রভুর আগমনে আনন্দিত সুতির ভক্তবৃন্দ

Jul 28, 2023

সুতি, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার অন্তর্গত জগটাই নামহট্টে সন্ধ্যাকালীন  অনুষ্ঠান ও বৈষ্ণব সেবা মহোৎসবের শুভ আয়োজন করা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রীধাম মায়াপুর থেকে আগত, পুজ্যুপাদ নাড়ু গোপাল দাস প্রভু, নামহট্ট বিভাগের অন্যতম জেলা প্রচারক তথা বীরভূম, মুর্শিদাবাদ ও পাকুড় জেলার ভারপ্রাপ্ত জেলা প্রচারক পুজ্যপাদ নিত্যানন্দ চৈতন্য দাস প্রভু এবং জগতাই হসিমপুর নামহট্ট সংঘের সম্পাদক ,সভাপতি, সহ-সভাপতি এবং এই স্থানের সমস্ত ভক্তবৃন্দ। অনুষ্ঠানের প্রারম্ভে এই স্থানে উপস্থিত সমস্ত ভক্তদের একত্রিত করে নগর পরিক্রমা করা হয়, পরিক্রমার পর এই স্থানে ভজন কীর্তন পরিবেশিত হয়।ভজন কীর্তনের পর এই  স্থানের ভক্তরা একত্রিত হয়ে সন্ধ্যারতিতে অংশগ্রহণ করেন।এইদিন অনুষ্ঠানে  প্রায় ২৫০ জন‌ ভক্ত উপস্থিত ছিলেন। পূজ্যপাদ নাড়ু গোপাল দাস প্রভু  উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে হরিকথা পরিবেশন করেন। পরিশেষে উপস্থিত সকল ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।