কাপাসচন্ডী গ্রামে শ্রীপাদ সুন্দরানন্দ ব্রহ্মচারী প্রভুর তত্ত্বাবধানে সন্ধ্যাআরতি

May 05, 2022

কাপাসচন্ডী ,কুশিদা ,মালদাঃ  ০৩/০৫/২০২২ তারিখে মালদা জেলার অন্তর্গত  কাপাসচন্ডী গ্রামের এক শ্রদ্ধাকুটিরকে  কেন্দ্র করে এক ভক্তের  মৃত্যুবার্ষিকী উপলক্ষে সান্ধ্যকালীন  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের ইসকনের অন্যতম বিভাগ  শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট বিভাগের অন্যতম প্রচারক তথা মালদা জেলা এবং বিহার রাজ্যের কিছু অংশের ভারপ্রাপ্ত প্রচারক পুজ্যপাদ গোপী প্রিয় গোপাল দাস প্রভুর সহকারী পুজ্যপাদ সুন্দরানন্দ ব্রহ্মচারী প্রভু এবং  ভক্ত কৃষ্ণ প্রভু। পুজ্যপাদ সুন্দরানন্দ ব্রহ্মচারী প্রভুর তত্ত্বাবধানে এই নামহট্ট অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের প্রারম্ভে পূজ্যপাদ শ্রী কৃষ্ণ দাস প্রভুর শ্রীকণ্ঠে ভজন কীর্তন পরিবেশিত হয়। এরপর এই স্থানে সন্ধ্যাকালীন আরতি অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রায় ২০০ জন ভক্ত এই স্থানে উপস্থিত ছিলেন। পুজ্যপাদ সুন্দরানন্দ ব্রহ্মচারী প্রভু উপস্থিত সকল ভক্তদের উদ্দেশ্যে হরিকথা পরিবেশন করেন। সবশেষে উপস্থিত সকল ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।