
রাণীশংকৈল গ্রামে সান্ধ্যকালীন ভগবতীয় অনুষ্ঠান
Jun 23, 2023
রাণীশংকৈল,বাংলাদেশঃ দক্ষিণ দিনাপুর জেলার ইসকন দীক্ষিত ভক্ত কীর্তিমান কেশব দাস এর নেতৃত্বে আজ প্রায় ২৫০ জন ভক্তকে নিয়ে বাংলাদেশের রাণীশংকৈল গ্রামে সন্ধ্যা ৭:৩০ থেকে ভগবতীয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের প্রারম্ভে এই স্থানের ভক্তরা ভজন কীর্তন ও হরিনাম সংকীর্তন পরিবেশিত হয়। এই স্থানের ভক্তরা একত্রিত হয়ে নৃত্য সহযোগে সান্ধ্যকালীন আরতি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এরপর এই স্থানে কীর্তিমান কেশব দাস প্রভু উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে হরিকথা পরিবেশন করেন। পরিশেষে উপস্থিত সকল ভক্তদের উদ্দেশ্যে হাতে মহাপ্রসাদ বিতরন করা হয়।