মালদার নাকাটি গ্রামে সন্ধ্যাকালীন অনুষ্ঠান

Jun 17, 2022

নাকাটি ,রতুয়া,মালদাঃ  ২৮/০৫/২০২২ তারিখে মালদার  রতুয়া থানার অন্তর্গত নাকাটি  গ্রামের এক স্থানে সান্ধ্যকালীন অনুষ্ঠান পরিবেশিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের ইসকনের অন্যতম বিভাগ  শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট বিভাগের অন্যতম প্রচারক তথা বিহার রাজ্যের ভারপ্রাপ্ত প্রচারক পুজ্যপাদ সুন্দরানন্দ ব্রহ্মচারীর প্রভু এবং  ভক্ত কৃষ্ণ প্রভু। পুজ্যপাদ সুন্দরানন্দ ব্রহ্মচারীর প্রভুর তত্ত্বাবধানে এই নামহট্ট অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের প্রারম্ভে পূজ্যপাদ শ্রী কৃষ্ণ দাস প্রভুর শ্রীকণ্ঠে ভজন কীর্তন পরিবেশিত হয়। এরপর এই স্থানে সান্ধ্যকালীন আরতি অনুষ্ঠান পরিবেশিত হয়। এরপর পুজ্যপাদ সুন্দরানন্দ ব্রহ্মচারীর প্রভু উপস্থিত সকল ভক্তদের উদ্দেশ্যে হরিকথা পরিবেশন করেন। প্রায় ৫০ জন ভক্ত এই স্থানে উপস্থিত ছিলেন। সবশেষে উপস্থিত সকল ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।