
বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার মধুরপুর গ্রামে সান্ধ্যকালিন হরেকৃষ্ণ মহোৎসব
Des 06, 2022
মধুরপুর,বিষ্ণুপুর ,বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত মধুরপুর নামক গ্রামের এক স্থানকে কেন্দ্র করে ০৫/১২/২০২২ তারিখে সান্ধ্যকালিন সময়ে অনুষ্ঠিত হল হরেকৃষ্ণ মহোৎসব। এই সন্ধ্যারতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের অন্তর্গত ইসকন,নামহট্ট বিভাগের অন্যতম ত্রিদণ্ডী সন্ন্যাসী তথা নামহট্টের রিজিওন্যাল ডাইরেক্টর শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ এবং
বাঁকুড়া ও পুরুলিয়া জেলার ভারপ্রাপ্ত প্রচারক পূজ্যপাদ শ্রীবাস চরণ দাস ব্রহ্মচারী প্রভু। অনুষ্ঠানের প্রারম্ভে এই স্থানের ভক্তরা নৃত্য এবং হরিনাম সংকীর্তন সহযোগে নগর পরিক্রমায় অংশগ্রহন করেন। পরিক্রমার পর এই স্থানের ভক্তরা সন্ধ্যারতি তথা পর্যায় ক্রমে তুলসী আরতি, গৌর আরতি, ও নৃসিংহ আরতি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।এই স্থানে প্রায় ৬০০ থেকে ৭০০ ভক্ত উপস্থিত ছিলেন। সন্ধ্যারতির পর এই স্থানের ভক্তদের উদ্দেশ্যে শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ হরিকথা প্রবচন প্রদান করেন। শ্রীমৎ মহারাজের প্রবচন শ্রবণ করে এই স্থানের ভক্তরা আনন্দিত হন। সবশেষে এই স্থানে উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।