বাংলাদেশের স্বামীবাগ মন্দিরে সান্ধ্যকালীন নামহট্ট অনুষ্ঠান
Jan 06, 2023
স্বামীবাগ,ঢাকা,বাংলাদেশঃ বাংলাদেশের ঢাকা শহরের অন্তর্গত ইস্কন স্বামীবাগ মন্দিরে ০৫/০১/২০২৩ তারিখে সান্ধ্যকালীন নামহট্ট উৎসব অনুষ্ঠান সংঘটিত হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের অন্তর্গত ইসকন,নামহট্ট প্রচার বিভাগের অন্যতম কো রিজিওন্যাল ডাইরেক্টর পূজ্যপাদ পদ্মনেত্র দাস ব্রহ্মচারী প্রভু , বাংলাদেশের অন্যতম বরিষ্ঠ ব্রহ্মচারী প্রভু পূজ্যপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু এবং অন্যান্য ভক্তবৃন্দ। অনুষ্ঠানের প্রারম্ভে এই স্বামীবাগ মন্দিরের ব্রহ্মচারী ভক্তবৃন্দ এবং এই স্থানের ভক্তবৃন্দ হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করেন। এরপর এই স্থানে উপস্থিত প্রায় ২০০ থেকে ২৫০ জন ভক্তদের উদ্দেশ্যে পূজ্যপাদ পদ্মনেত্র দাস ব্রহ্মচারী প্রভু ভাগবত কথা প্রদান করেন। প্রভুর পাঠ প্রদানের পর এই স্থানে পূজ্যপাদ পদ্মনেত্র দাস ব্রহ্মচারী প্রভু এবং উপস্থিত ভক্তরা একত্রিত হয়ে সান্ধ্যকালীন অনুষ্ঠান তথা সন্ধ্যা আরতিতে অংশগ্রহন করেন।