নদীয়ার পায়রা ডাঙ্গায় সান্ধ্যকালীন নামহট্ট উৎসব

Mar 21, 2022

পায়রাডাঙ্গা,রানাঘাট, নদীয়াঃ  নদীয়া জেলার রানাঘাট থানার অন্তর্গত পায়রাডাঙ্গাতে সন্ধ্যাকালীন নামহট্ট উৎসবের আয়োজন হয়। জয়ধ্বনি,মঙ্গলাচরণ ভজন কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সন্ধ্যারতি, ভাগবত পাঠ পরিবেশিত হয়। অনুষ্ঠানে ভাগবত কথা পাঠ করেছেন এই স্থানের চক্রসেনাপতি শ্রী রাঘব গৌরাঙ্গ দাস প্রভু। এই অনুষ্ঠানে প্রায় ১০০ জন ভক্ত উপস্থিত ছিলেন।  অনুষ্ঠান শেষে সকলে মহাপ্রসাদ গ্রহণ করেছেন।

হরে কৃষ্ণ।