কালনায় সান্ধ্যকালীন নামহট্ট মহামিলন উৎসব

Jul 31, 2022

কালনা, কালনা,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত কালনার এক স্থানকে কেন্দ্র করে ২৪/০৭/২০২২ তারিখে অনুষ্ঠিত হল সান্ধ্যকালীন নামহট্ট মহামিলন উৎসব। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের অন্তর্গত ইসকনের অন্যতম বিভাগ  শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্টের অন্যতম প্রচারক তথা পূর্ব -পশ্চিম বর্ধমান এবং ঝাড়খন্ড জেলার প্রচারক পূজ্যপাদ মহাবাহ প্রভু,পূজ্যপাদ শ্রী সারথি কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু এবং তাঁর সহকারী উত্তমাত্মা প্রভু। অনুষ্ঠানের প্রারম্ভে পুজ্যপাদ শ্রী সারথি কৃষ্ণ প্রভু তাঁর সুমধুর কণ্ঠে ভজন কীর্তন পরিবেশন করে। ভজন কীর্তনের পর এই স্থানে উপস্থিত ভক্তদের একত্রিত করে সন্ধ্যাআরতি পরিবেশিত হয়। এরপর এই স্থানে  উপস্থিত প্রায় ২৫০ জন ভক্তদের উদ্দেশ্যে  পুজ্যপাদ শ্রী সারথি কৃষ্ণ প্রভু হরিকথা পরিবেশন করেন । এছাড়াও এই স্থানে কীর্তন, নৃত্য ইত্যাদি অনুষ্ঠিত হয়। সবশেষে উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।