ওড়িশার নবরঙ্গপুরের শ্রদ্ধাকুটির প্রাঙ্গনে সান্ধ্যকালীন অনুষ্ঠান

Jun 18, 2023

Nabarangapur Block jharigam,South odisha: ২৪/০৩/২০২৩ তারিখে ওড়িশার নবরঙ্গপুরের এক শ্রদ্ধাকুটির প্রাঙ্গনে  সান্ধ্যকালীন অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মায়াপুরের ইসকনের অন্যতম প্রচার বিভাগ শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট বিভাগের অন্যতম প্রচারক তথা এই স্থানে উপস্থিত ছিলেন ওড়িশা রাজ্যের ভারপ্রাপ্ত প্রচারক পূজ্যপাদ সুবল হরি দাস ব্রহ্মচারী প্রভু। অনুষ্ঠানের প্রারম্ভে নগর সংকীর্তন এবং ভজন কীর্তন এবং হরিকথা পরিবেশিত হয়।অনুষ্ঠানের প্রারম্ভে বৈষ্ণবীয় ভজন কীর্তন পরিবেশিত হয়। ভজন কীর্তনের পর এই স্থানে পর্যায়ক্রমে এই স্থানে তুলসী আরতি, গৌর আরতি এবং নৃসিংহ আরতি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে  ১০০ জন ভক্তদের উদ্দেশ্যে পূজ্যপাদ সুবল হরি  প্রভু হরিকথা পরিবেশন করেন।এরপর এই স্থানে  উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।