সান্ধ্যকালিন শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট উৎসব

May 18, 2022

ঝিকরডাঙ্গা,ভাতার,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত ঝিকরডাঙ্গা গ্রামের এক স্থানকে কেন্দ্র করে ০৯/০৫/২০২২ তারিখে অনুষ্ঠিত হল নামহট্ট মহামিলন উৎসব। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের অন্তর্গত ইসকনের অন্যতম বিভাগ  শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্টের অন্যতম প্রচারক তথা পূর্ব -পশ্চিম বর্ধমান এবং ঝাড়খন্ড জেলার প্রচারক পূজ্যপাদ শ্রী সারথি কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু এবং তাঁর সহকারী উত্তমাত্মা প্রভু। অনুষ্ঠানের প্রারম্ভে পুজ্যপাদ শ্রী সারথি কৃষ্ণ প্রভু তাঁর সুমধুর কণ্ঠে ভজন কীর্তন পরিবেশন করে।ভজন কীর্তনের পর এই স্থানে উপস্থিত ভক্তদের একত্রিত করে সন্ধ্যা আরতি পরিবেশিত হয়। এরপর এই স্থানে উপস্থিত প্রায় ১৫০ জন ভক্তদের উদ্দেশ্যে  পুজ্যপাদ শ্রী সারথি কৃষ্ণ প্রভু হরিকথা পরিবেশন করেন । সবশেষে এইস্থানে উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।