নামহট্ট অনুষ্ঠানে হরেকৃষ্ণ উৎসব ও ভাগবত পাঠ

Jun 17, 2022

মালদাঃ  ০২/০৬/২০২২ তারিখে মালদার অন্তর্গত মালাহারে  মঙ্গলারতি গুরুপূজা ও  মহাপ্রসাদ গ্রহণ করে মধ্যাহ্নকালীন  সময়ে চাচলে ভোগ আরতি সংঘটিত হয় এবং তৎপরে  হরিশ্চন্দ্রপুরে সান্ধ্যকালীন অনুষ্ঠান অনুষ্ঠিত  হল।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের ইসকনের অন্যতম বিভাগ  শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট বিভাগের অন্যতম প্রচারক তথা বিহার রাজ্যের  ভারপ্রাপ্ত প্রচারক  পুজ্যপাদ সুন্দরানন্দ ব্রহ্মচারীর প্রভু এবং  ভক্ত কৃষ্ণ প্রভু।পুজ্যপাদ সুন্দরানন্দ ব্রহ্মচারীর প্রভুর তত্ত্বাবধানে এই নামহট্ট অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের প্রারম্ভে পূজ্যপাদ শ্রী কৃষ্ণ দাস প্রভুর শ্রীকণ্ঠে ভজন কীর্তন পরিবেশিত হয়। এরপর পুজ্যপাদ সুন্দরানন্দ ব্রহ্মচারীর প্রভু উপস্থিত সকল ভক্তদের উদ্দেশ্যে হরিকথা পরিবেশন করেন। এরপর এই স্থানে মধ্যাহ্নকালীন আরতি অনুষ্ঠান পরিবেশিত হয়। এই তিন স্থানে প্রায় ৫০০ জন ভক্ত এই স্থানে উপস্থিত ছিলেন।সবশেষে উপস্থিত সকল ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।