হুগলী জেলার কুন্তিঘাটের শেরপুরে শ্রীমৎ মহারাজের আগমনে সান্ধ্যকালিন হরেকৃষ্ণ মহোৎসব
Jan 23, 2023
শেরপুর,কুন্তিঘাট ,হুগলীঃ হুগলী জেলার কুন্তিঘাটের অন্তর্গত শেরপুর নামক গ্রামের এক স্থানকে কেন্দ্র করে ১৮/০১/২০২৩ তারিখে সান্ধ্যকালিন সময়ে অনুষ্ঠিত হল সন্ধ্যারতি ও হরেকৃষ্ণ মহোৎসব। এই সন্ধ্যারতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের অন্তর্গত ইসকন,নামহট্ট বিভাগের অন্যতম ত্রিদণ্ডী সন্ন্যাসী তথা নামহট্টের রিজিওন্যাল ডাইরেক্টর শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ এবংহুগলী জেলার ভারপ্রাপ্ত প্রচারক পূজ্যপাদ আত্মানন্দ গৌর দাস ব্রহ্মচারী প্রভু। অনুষ্ঠানের প্রারম্ভে বৈকাল ৩.০০ ঘটিকায় এই স্থানের ভক্তরা নৃত্য এবং হরিনাম সংকীর্তন সহযোগে নগর পরিক্রমায় অংশগ্রহন করেন। পরিক্রমার পর এই স্থানের ভক্তরা সন্ধ্যারতি তথা পর্যায় ক্রমে তুলসী আরতি, গৌর আরতি, ও নৃসিংহ আরতি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই স্থানে প্রায় ১৫০ থেকে ২০০ জন ভক্ত উপস্থিত ছিলেন। সন্ধ্যারতির পর এই স্থানের ভক্তদের উদ্দেশ্যে শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ হরিকথা প্রবচন প্রদান করেন। শ্রীমৎ মহারাজের প্রবচন শ্রবণ করে এই স্থানের ভক্তরা খুব আনন্দিত হন। সবশেষে এই স্থানে উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।