
ইসকন মেছেদা জগন্নাথ মন্দিরে পূজ্যপাদ শ্রী পদ্মনেত্র প্রভুর উপস্থিতি
Apr 05, 2022
মেছেদা ,পূর্ব মেদিনীপুরঃ ০৪/০৪/২০২২ তারিখে পূর্ব মেদিনীপুর জেলার ইসকন মেছেদা জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হল সান্ধ্যকালিন নামহট্ট উৎসব। এই উৎসবে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের অন্তর্গত ইসকন,নামহট্ট প্রচার বিভাগের অন্যতম কো রিজিওন্যাল ডাইরেক্টর পুজ্যপাদ পদ্মনেত্র দাস ব্রহ্মচারী প্রভু এবং ইসকন মেছেদা মন্দিরের অধ্যক্ষ পূজ্যপাদ আনন্দময় গোবিন্দ দাস ব্রহ্মচারী প্রভু। অনুষ্ঠানের প্রারম্ভে পুজ্যপাদ পাণ্ডব হরি দাস প্রভুর মধুর কণ্ঠে ভজন কীর্তন পরিবেশিত হয়।ভজন কীর্তনের এই স্থানের সমস্ত ভক্তরা একত্রিত হয়ে সন্ধ্যারতিতে অংশগ্রহণ করেন। সন্ধ্যারতির পর পুজ্যপাদ পদ্মনেত্র প্রভু হরিকথা পরিবেশিত হয়। প্রায় ৫০০ জন ভক্ত এই স্থানে উপস্থিত ছিলেন। এরপর পুজ্যপাদ পদ্মনেত্র প্রভু এই স্থানের সমস্ত নামহট্ট ভক্তদের আদর্শ নীতি ও স্থিতি সম্পর্কে শিক্ষা প্রদান করেন এবং একটি ছোট ইস্টগোষ্ঠী সংঘটিত হয়। সবশেষে উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।