পুজ্যপাদ সর্বপ্রিয় চৈতন্য দাস প্রভুর আগমন ও রথযাত্রা অনুষ্ঠান
Aug 01, 2022
আবাদপুর , বিহারঃ ০৮/০৭/২০২২ তারিখে বিহারের অন্তর্গত আবাদপুরের রথযাত্রা গুন্ডিচা মন্দির কেন্দ্র করে শ্রী সুন্দরানন্দ ব্রহ্মচারীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত করা হয় মঙ্গলারতি, দর্শন আরতি, গুরুপূজা, দুপুরে ভোগ আরতি এবং সন্ধ্যা আরতি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের ইসকনের অন্যতম বিভাগ শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট বিভাগের অন্যতম প্রচারক তথা বিহার রাজ্যের ভারপ্রাপ্ত প্রচারক পুজ্যপাদ সুন্দরানন্দ ঠাকুর ব্রহ্মচারী প্রভু এবং ভক্ত কৃষ্ণ প্রভু। পুজ্যপাদ সুন্দরানন্দ ব্রহ্মচারীর প্রভুর তত্ত্বাবধানে এই নামহট্ট অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের প্রারম্ভে পূজ্যপাদ শ্রী কৃষ্ণ দাস প্রভুর শ্রীকণ্ঠে ভজন কীর্তন পরিবেশিত হয়। এরপর এই স্থানে মধ্যাহ্নকালীন আরতি অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রায় ১০০০ জন ভক্ত এই স্থানে উপস্থিত ছিলেন। সবশেষে উপস্থিত সকল ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়। এরপর এইস্থানে সন্ধ্যা আরতি ভজন কীর্তন অনুষ্ঠান পরিবেশিত হয়। এইস্থানে হরিকথা পরিবেশন করেছেন পুজ্যপাদ সর্বপ্রিয় চৈতন্য দাস ব্রহ্মচারী প্রভু ।