হুগলী জেলা নামহট্ট মহামিলন ও বৈদিক বনভোজনে হাজারাধিক ভক্ত সমাগম

Jan 23, 2023

মলিয়াপার্ক, হরিপল, হুগলীঃ হুগলী জেলার হরিপলের অন্তর্গত মলিয়াপার্কে  ২২/০১/২০২৩  তারিখে বৈদিক বনভোজনে মাতল হাজারাধিক ভক্ত। এই বনভোজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের অন্তর্গত ইসকন,নামহট্ট বিভাগের  অন্যতম ত্রিদণ্ডী সন্ন্যাসী তথা নামহট্টের রিজিওন্যাল ডাইরেক্টর শ্রী শ্রীমৎ  গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ,নামহট্টের কো রিজিওন্যাল ডাইরেক্টর পুজ্যপাদ পদ্মনেত্র দাস ব্রহ্মচারী প্রভু, নামহট্ট বিভাগের হুগলী জেলার ভারপ্রাপ্ত প্রচারক পুজ্যপাদ আত্মানন্দ গৌর দাস ব্রহ্মচারী প্রভু পুজ্যপাদ রসময়ানন্দ দাস ব্রহ্মচারী প্রভু, ইউক্রেন, রাশিয়া ও আমেরিকা থেকে অনেক ভক্ত  এবং আরও অনেক ব্রহ্মচারী ও বরিষ্ঠ ভক্তবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে শ্রীধাম মায়াপুর থেকে আগত পুজ্যপাদ পাণ্ডব হরি দাস ব্রহ্মচারী প্রভু এবং পুজ্যপাদ গৌরসুন্দর প্রভুর সুমধুর কণ্ঠে কীর্তন পরিবেশিত হয়। ভজন কীর্তনের পর এই স্থানে  ইউক্রেন, রাশিয়া ও আমেরিকা থেকে আগত ভক্তরা নৃত্য-কীর্তন করেন এবং হরিনামে সকল ভক্তকে মাতালেন। এরপর  শ্রী শ্রীমৎ  গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ এবং  পুজ্যপাদ পদ্মনেত্র দাস ব্রহ্মচারী প্রভু উপস্থিত ভক্তদের হরিকথা পরিবেশন করেন। মহারাজ এবং প্রভুর হরিকথা পরিবেশনের পর এই স্থানে  শ্রীমৎ মহারাজ কিছু গামছা বিতরন করেন ও একটি হাতে খড়ি প্রদান করেন। তারপর এইস্থানের ভক্তরা কিছু নৃত্য এবং ভজন কীর্তন পরবেশন করেন। এই স্থানে প্রায় ৪০০০ এর অধিক ভক্ত উপস্থিত ছিলেন। সবশেষে সমস্থ ভক্তের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয় সমস্ত ভক্তরা খুব আনন্দ সহকারে মহাপ্রসাদ গ্রহন করেন।