বুনিয়াদপুরে দীপদান অনুষ্ঠানে শতাধিক ভক্ত
Nov 07, 2022
বুনিয়াদপুর,দক্ষিণ দিনাজপুরঃ ২৪/১০/২০২২ তারিখে মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রচারক পূজ্যপাদ গোপিপ্রিয় গোপাল দাস ব্রহ্মচারী প্রভুর তত্ত্বাবধানে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের রসেস্বর প্রভুর গৃহমন্দির প্রাঙ্গনে পুজ্যপাদ কীর্তিমান কেশব প্রভু প্রায় ৩০০ জন ভক্ত একত্রিত হয়ে ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে দীপ প্রদান করেন। অনুষ্ঠানের প্রারম্ভে নগর সংকীর্তন এবং ভজন কীর্তন এবং হরিকথা পরিবেশিত হয়। ভজন কীর্তনের পর এই স্থানে পর্যায়ক্রমে এই স্থানে তুলসী আরতি, গৌর আরতি এবং নৃসিংহ আরতি অনুষ্ঠিত হয়। এরপর এই স্থানের ভক্তরা একত্রিত হয়ে ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে দীপ প্রদান করেন। এরপর এই স্থানে কীর্তিমান কেশব প্রভু উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে ভগবান শ্রী দামোদরের লীলাকথা পরিবেশন করেন। এরপর এই স্থানে উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।