খাঁপুর তালুয়াডাঙা নামহট্ট সংঘে দ্বাদশীর অনুষ্ঠান
Jul 31, 2023
খাঁপুর, ছাবঘাটি , মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার ছাপঘাটির খাঁপুর নামক এক নামহট্টে ৩০/০৭/২০২৩ তারিখে দ্বাদশী উপলক্ষে মধ্যাহ্নকালীন নামহট্ট উৎসব অনুষ্ঠিত হয়। সকাল ১০.০০ থেকে দুপুর ২.০০ ঘটিকা পর্যন্ত এই স্থানে নামহট্ট উৎসব পরিবেশিত হয়। অনুষ্ঠানের প্রারম্ভে এই স্থানে উপস্থিত সমস্ত ভক্তরা একত্রিত হয়ে ভজন কীর্তন ও হরিনাম সংকীর্তন পরিবেশিত করেন। এইদিন এই মধ্যাহ্নকালীন অনুষ্ঠানে প্রায় ৪০ জন ভক্ত উপস্থিত ছিলেন। এই স্থানে পুজ্যপাদ সমর্পিত শ্রীনিবাস দাস প্রভু উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে হরিকথা পরিবেশন করেন। এরপর এই স্থানের ভক্তরা একত্রিত হয়ে নৃত্য সহযোগে মধ্যাহ্নকালীন আরতি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরিশেষে উপস্থিত সকল ভক্তদের উদ্দেশ্যে হাতে মহাপ্রসাদ বিতরন করা হয়।