পাকুড় মন্দিরে মধ্যাহ্নকালীন অনুষ্ঠান
Jul 28, 2023
পাকুড়,ঝারখান্ড: ঝাড়খণ্ড জেলার পাকুড়ের এক মন্দিরকে কেন্দ্র করে দুপুর ১২.০০ টা থেকে দুপুর ২.০০ পর্যন্ত নামহট্ট উৎসব অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের অন্তর্গত ইসকন নামহট্টের অন্যতম প্রচারক পূজ্যপাদ নাড়ু গোপাল প্রভু , নামহট্টের অন্যতম প্রচারক তথা বীরভূম মুর্শিদাবাদ ও পাকুড় জেলার ভারপ্রাপ্ত প্রচারক পূজ্যপাদ নিত্যানন্দ চৈতন্য দাস ব্রহ্মচারী প্রভু এবং অন্যান্য ভক্তবৃন্দ। এই মধ্যাহ্নকালীন অনুষ্ঠানে পূজ্যপাদ নাড়ু গোপাল প্রভুর উপস্থিতিতে এই স্থানের সকল ভক্তরা অত্যন্ত আনন্দিত হয়। অনুষ্ঠানের প্রারম্ভে এই স্থানের ভক্তদের কণ্ঠে মহাজন বিরচিত ভজন কীর্তন পরিবেশিত হয়। ভজন কীর্তনের পর এই স্থানে পূজ্যপাদ নাড়ু গোপাল প্রভু উপস্থিত প্রায় ২০০ জন ভক্তদের উদ্দেশ্যে হরিকথা প্রদান করেন। পূজ্যপাদ নাড়ু গোপাল প্রভুর পাঠ প্রদানের পর এই স্থানে মধ্যাহ্নকালীন ভোগ আরতি অনুষ্ঠিত হয়। এরপর উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।