উত্তর দিনাজপুর জেলার বনগ্রামে প্রাতঃকালীন অনুষ্ঠান
Nov 07, 2022
বনগ্রাম,ইটাহার,উত্তর দিনাজপুরঃ ০৪/১১/২০২২ তারিখে উত্তর দিনাজপুরের ইটাহারের বনগ্রামে পুজ্যপাদ কীর্তিমান কেশব প্রভু প্রায় ১০০ জন ভক্ত একত্রিত হয়ে প্রাতঃকালীন সময়ে ভগবতীয় কথা ও দামোদর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রারম্ভে বৈষ্ণবীয় ভজন কীর্তন পরিবেশিত হয়। ভজন কীর্তনের পর এই স্থানে পর্যায়ক্রমে শ্রী গুরুপুজা অনুষ্ঠিত হয়। শ্রী গুরু আরতির পর এই স্থানের ভক্তরা ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে দীপ প্রদান করেন। এরপর এই স্থানে কীর্তিমান কেশব প্রভু উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে ভগবান শ্রী দামোদরের লীলাকথা পরিবেশন করেন। এরপর এই স্থানে উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে প্রাতঃকালীন মহাপ্রসাদ বিতরন করা হয়।