ওড়িশার কালাহাণ্ডিতে মধ্যাহ্নকালীন নামহট্ট অনুষ্ঠান

May 12, 2022

Norla,Ghantomal Bhawanipatna,West ODISHA Kalahandi: ০৩/০৫/২০২২ তারিখে  ওড়িশার কালাহাণ্ডির অন্তর্গত এক স্থানকে কেন্দ্র করে অনুষ্ঠিত হল মধ্যাহ্নকালীন নামহট্ট মহোৎসব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মায়াপুরের ইসকনের অন্যতম প্রচার বিভাগ শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট বিভাগের অন্যতম প্রচারক তথা এই স্থানে উপস্থিত ছিলেন ওড়িশা রাজ্যের ভারপ্রাপ্ত প্রচারক পূজ্যপাদ সুবল হরি দাস ব্রহ্মচারী প্রভু। অনুষ্ঠানের প্রারম্ভে বৈষ্ণবীয় ভজন কীর্তন পরিবেশিত হয়। ভজন কীর্তনের পর এই স্থানে পূজ্যপাদ সুবল হরি  প্রভু উপস্থিত ১৫০ জন  ভক্তদের উদ্দেশ্যে হরিকথা পরিবেশন করেন। এরপর এই স্থানের ভক্তরা একত্রিত হয়ে মধ্যাহ্নকালীন আরতিতে অংশগ্রহণ করেন। এরপর এই স্থানে উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।