পোনান গ্রামে নামহট্ট উৎসব ও ভাগবতীয় কথা
Apr 08, 2022
পোনান ,কোলাঘাট,পূর্ব মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত পোনান গ্রামের এক স্থানকে কেন্দ্র করে সান্ধ্যকালিন নামহট্ট উৎসব অনুষ্ঠিত হল । এই সান্ধ্যকালিন নামহট্ট উৎসবে উপস্থিত ছিলেন ইসকন মেছেদা মন্দিরের অধ্যক্ষ পূজ্যপাদ আনন্দময় গোবিন্দ দাস ব্রহ্মচারী প্রভু। অনুষ্ঠানের প্রারম্ভে পুজ্যপাদ আনন্দময় গোবিন্দ দাস প্রভুর মধুর কণ্ঠে ভজন কীর্তন পরিবেশিত হয়। এরপর এই স্থানে উপস্থিত সমস্ত ভক্তরা নৃত্য ও কীর্তন সহযোগে সান্ধ্যকালীন আরতি অনুষ্ঠানে যোগদান করেন। পর্যায়ক্রমে এই স্থানে তুলসী আরতি, গৌর আরতি এবং নৃসিংহ আরতি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রায় ৫০০০ জন ভক্ত এই স্থানে উপস্থিত ছিলেন। এরপর এই স্থানে পূজ্যপাদ আনন্দময় গোবিন্দ দাস প্রভু উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে হরিকথা প্রদান করেন। সবশেষে সমস্ত ভক্তদের জপশিক্ষা প্রদান করা হয় এবং মহাপ্রসাদ বিতরন করা হয়।