শতাধিক ভক্তসঙ্গে নামহট্ট অনুষ্ঠান পরিবেশিত হল ঘুঘিয়া অঞ্চলে
Apr 28, 2022
ঘুঘিয়া ,চাকদা ,নদীয়াঃ ১৪/০৪/২০২২ তারিখ সোমবার নদীয়া জেলার চাকদা থানার অন্তর্গত ঘুঘিয়া গ্রামের এক শ্রদ্ধাকুটিরকে কেন্দ্র করে মধ্যাহ্নকালীন বৈষ্ণব সেবা উৎসবের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথা চাকদার চক্র সেনাপতি পূজ্যপাদ সেবক রাঘব গৌরাঙ্গ দাস। অনুষ্ঠানের প্রারম্ভে মহাজন রচিত ভজন কীর্তন পরিবেশিত হয়। এই স্থানে ১৫০ জন ভক্ত উপস্থিত ছিলেন। পূজ্যপাদ সেবক রাঘব গৌরাঙ্গ দাস প্রভু উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে হরিকথা পরিবেশন করেন। প্রভুর পাঠ প্রদানের পর এই স্থানে মধ্যাহ্নকালীন ভোগআরতি সংঘটিত হয়। এরপর এই অনুষ্ঠানে উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।






