বাংলাদেশের নারায়ণগঞ্জের পাগলা গ্রামে নামহট্ট উৎসব

Jan 10, 2023

নারায়ণগঞ্জ,বাংলাদেশঃ বাংলাদেশের নারায়ণগঞ্জের পাগলা গ্রামে  ১০/০১/২০২৩ তারিখে সকাল ১০.০০ টা থেকে দুপুর পর্যন্ত নামহট্ট উৎসব অনুষ্ঠিত হয়।  এই অনুষ্ঠানে পূজ্যপাদ পদ্মনেত্র প্রভুর উপস্থিতিতে  এই স্থানের সকল ভক্তরা অত্যন্ত আনন্দিত হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের অন্তর্গত ইসকন,নামহট্ট প্রচার বিভাগের অন্যতম কো রিজিওন্যাল ডাইরেক্টর  পূজ্যপাদ পদ্মনেত্র দাস ব্রহ্মচারী প্রভু , বাংলাদেশের অন্যতম সাধারন সম্পাদক পূজ্যপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু, বাংলাদেশের অন্যতম প্রচারক হংস কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু,এবং বাংলাদেশের বরিষ্ঠ প্রচারকগন এবং অন্যান্য ভক্তবৃন্দ।অনুষ্ঠানের প্রারম্ভে এই স্থানের ভক্তদের কণ্ঠে হরিনাম সংকীর্তন ও মহাজন বিরচিত ভজন কীর্তন পরিবেশিত হয়। প্রায় ৭০০ জন ভক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভজন কীর্তনের পর এই স্থানে পূজ্যপাদ পদ্মনেত্র প্রভু সকল ভক্তদের উদ্দেশ্যে হরিকথা প্রদান করেন। পূজ্যপাদ পদ্মনেত্র প্রভুর পাঠ প্রদানের পর এই স্থানে উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।