মুর্শিদাবাদের আমুহার গৃহমন্দিরে নামহট্ট অনুষ্ঠান
Sep 08, 2023
আমুহা, সুতি, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার সুতির আমুহার গৃহমন্দির পরিদর্শন করেন পূজ্যপাদ নিত্যানন্দ চৈতন্য দাস ব্রহ্মচারী প্রভু এবং এই সব স্থানে সন্ধ্যাকালীন নামহট্ট উৎসব অনুষ্ঠিত হয়। বিকাল ৫.০০ থেকে রাত্রি ৯.০০ ঘটিকা পর্যন্ত এই স্থানে নামহট্ট উৎসব পরিবেশিত হয়। অনুষ্ঠানের প্রারম্ভে এই স্থানের উপস্থিত সমস্ত ভক্তরা একত্রিত হয়ে ভজন কীর্তন ও হরিনাম সংকীর্তন পরিবেশিত করেন। এইদিন এই অনুষ্ঠানে প্রায় ৭০ জন ভক্ত উপস্থিত ছিলেন। এই স্থানে পুজ্যপাদ নিত্যানন্দ চৈতন্য দাস প্রভু উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে হরিকথা পরিবেশন করেন। পরিশেষে উপস্থিত সকল ভক্তদের উদ্দেশ্যে হাতে মহাপ্রসাদ বিতরন করা হয়।