রামচন্দ্রপুরে নামহট্ট উৎসব
Mar 23, 2022
রামচন্দ্রপুর, কোলাঘাট, পূর্ব মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত রামচন্দ্রপুরের এক শ্রদ্ধাকুটির প্রাঙ্গণে ২১/০৩/২০২২ তারিখে অনুষ্ঠিত হল নামহট্ট উৎসব। এই উৎসবের প্রারম্ভে ইসকন মেছেদা মন্দিরের অধ্যক্ষ পূজ্যপাদ আনন্দময় গোবিন্দ দাস ব্রহ্মচারী প্রভুর মধুর কণ্ঠে ভজন কীর্তন এবং হরিকথা পরিবেশিত হয়। প্রায় ৩০০ জন ভক্ত এই স্থানে উপস্থিত ছিলেন এবং সকলে মহাপ্রসাদ গ্রহণ করেন।



