পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার নামহট্ট মেলা ২০২৩

Aug 15, 2023

বহু প্রতীক্ষার পর গত বছরের ন্যায় এবছরও ২৫/০৭/২০২৩ থেকে ২৭/০৭/২০২৩ পর্যন্ত আবারও মহা সমারোহে অনুষ্ঠিত হল, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন নামহট্ট কর্তৃক পূর্ব মেদিনীপুর ও  পশ্চিম মেদিনপুর জেলা নামহট্ট মেলা উৎসব। ২৫/০৭/২০২৩ তারিখে বৈকাল ৩:৩০ ঘটিকায় ভজন কীর্তন, জয়ধ্বনি, শঙ্খধ্বনি, উলুধ্বনি, মঙ্গলাচরণ, বৈদিক মন্ত্র উচ্চারন ও মঙ্গল প্রদীপ প্রজ্বলনের  মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  নামহট্টের চিফ রিজিওনাল ডাইরেক্টর তথা ত্রিদন্ডি সন্ন্যাসী শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, নামহট্টের অন্যতম কো-রিজিওনাল ডাইরেক্টর শ্রী পূজ্যপাদ পদ্মনেত্র দাস ব্রহ্মচারী প্রভু, পূর্ব মেদিনীপুর জেলা নামহট্টের জেলা প্রচারক তথা পূজ্যপাদ ভাগবত কীর্তন দাস ব্রহ্মচারী প্রভু, পূজ্যপাদ নন্দ দুলাল হরিদাস ব্রহ্মচারী প্রভু, এছাড়াও অন্যান্য ভক্তবৃন্দ।

অনুষ্ঠানের প্রারম্ভে পূজ্যপাদ ভাগবত কীর্তন প্রভু এবং রসরাজ প্রভুর সুমধুর কণ্ঠে ভজন কীর্তন পরিবেশিত হয়। এরপর শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ এইস্থানে উপস্থিত প্রায় ২০০০ ভক্তদের উদ্দেশ্যে  তাঁর অমৃত বাণী বরিষণ করেন। মহারাজের পাঠ প্রদানের পর, পূজ্যপাদ পদ্মনেত্র দাস ব্রহ্মচারী প্রভু হরিকথা প্রবচন প্রদান করেন। প্রভুর পাঠ প্রদানের পর প্রথম দিনের প্রথম পর্বের অনুষ্ঠান সমাপ্ত হয় এবং সমস্ত ভক্তরা মূল মন্দিরে সন্ধ্যারতিতে যোগদান করেন। 

এরপর দ্বিতীয় পর্বে অনুষ্ঠানের প্রারম্ভে পুজ্যপাদ ভাগবত কীর্তন দাস ব্রহ্মচারী প্রভু এবং রসরাজ প্রভুর সুমধুর কণ্ঠে ভজন কীর্তন পরিবেশিত হয়। এরপর এই স্থানে মায়াপুর নামহট্টের ব্রহ্মচারী কর্তৃক আয়োজিত বৈদিক নাটক তথা সাক্ষী গোপাল ও বৈদিক নৃত্য পরিবেশিত হয়। সবশেষে সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।