পূজ্যপাদ পদ্মনেত্র প্রভুর উপস্থিতিতে বাংলাদেশের তাঁতীবাজারে রাত্রিকালীন নামহট্ট অনুষ্ঠান

Jan 05, 2023

তাঁতীবাজার,বাংলাদেশঃ ওপার বাংলার তাঁতীবাজারে বৎসরের শুরুতে  ০৪/০১/২০২৩ তারিখে সান্ধ্যকালীন নামহট্ট উৎসব অনুষ্ঠান সংঘটিত হয়। এই  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের অন্তর্গত ইসকন,নামহট্ট প্রচার বিভাগের অন্যতম কো রিজিওন্যাল ডাইরেক্টর  পূজ্যপাদ পদ্মনেত্র দাস  ব্রহ্মচারী প্রভু , বাংলাদেশের অন্যতম বরিষ্ঠ ব্রহ্মচারী প্রভু পূজ্যপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু এবং অন্যান্য ভক্তবৃন্দ। অনুষ্ঠানের প্রারম্ভে  হরিনাম সংকীর্তন সহযোগে নগর পরিক্রমা করা হয়। এরপর এই স্থানে উপস্থিত ভক্তরা একত্রিত হয়ে সান্ধ্যকালীন  অনুষ্ঠান তথা আরতিতে অংশগ্রহন  করেন। আরতির পর পূজ্যপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু এই স্থানে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে পূজ্যপাদ পদ্মনেত্র দাস ব্রহ্মচারী প্রভুর পরিচয় প্রদান করেন । এরপর এই স্থানে পূজ্যপাদ পদ্মনেত্র দাস ব্রহ্মচারী প্রভু গৌরকথা প্রদান করেন । প্রায় ৫০০ জন ভক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রভুর পাঠ প্রদানের পর এই স্থানে উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।