সন্ধ্যাআরতি অনুষ্ঠানে মত্ত নয়াপট্টি টেকনোপলিস নামহট্ট
Apr 28, 2022
নয়াপট্টি, ইলেকট্রনিক্স কমপ্লেস,কলকাতাঃ কলকাতা জেলার ইলেকট্রনিক্স কমপ্লেসের অন্তর্গত নয়াপট্টি টেকনোপলিস নামহট্টের পরিচালিকা দিপপ্রিয়া পদ্মা দেবী দাসী মাতাজির পরিচালনায় এক শ্রদ্ধাকুটির প্রাঙ্গনে ২৫/০৪/২০২২ তারিখে সন্ধ্যা আরতির শুভ আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের অন্তর্গত ইসকন,নামহট্ট বিভাগের অন্যতম জেলা প্রচারক তথা কলকাতা জেলার ভারপ্রাপ্ত প্রচারক পূজ্যপাদ কৃষ্ণ পরম পুরুষ দাস ব্রহ্মচারী প্রভু এবং তাঁর সহকারী প্রান গিরিরাজ দাস ব্রহ্মচারী প্রভু। অনুষ্ঠানের প্রারম্ভে পুজ্যপাদ কৃষ্ণ পরম পুরুষ প্রভুর সুমধুর কণ্ঠে ভজন কীর্তন পরিবেশিত হয়। ভজন কীর্তনের পর পুজ্যপাদ কৃষ্ণ পরম পুরুষ প্রভু এই স্থানের উপস্থিত ২৫ জন ভক্তদের একত্রিত করে সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয়। সন্ধ্যা আরতির পর উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে পূজ্যপাদ কৃষ্ণ পরম পুরুষ দাস প্রভু হরিকথা প্রবচন প্রদান করেন এবং মহাপ্রসাদ গ্রহন করেন।