
শ্রদ্ধাকুটিরে আলেখ্য স্থাপন এবং মধ্যাহ্নকালীন বৈষ্ণব সেবা উৎসব
Apr 04, 2022
আলিপুর,হুগলিঃ ০৩/০৪/২০২২ তারিখে হুগলি জেলার অন্তর্গত আলিপুরে মধ্যাহ্নকালীন সময়ে এক শ্রদ্ধাকুটিরে আলেখ্য স্থাপন এবং মধ্যাহ্নকালীন বৈষ্ণব সেবা মহোৎসবের শুভ আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের অন্তর্গত ইসকনের শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্টের অন্যতম জেলা প্রচারক তথা হুগলি জেলার ভারপ্রাপ্ত প্রচারক পূজ্যপাদ আত্মানন্দ গৌড় দাস ব্রহ্মচারী প্রভু। অনুষ্ঠানের প্রারম্ভে এই স্থানে বৈষ্ণব মহাজন রচিত ভজন কীর্তন পরিবেশিত হয়।ভজন কীর্তনের পর এই স্থানে পুজ্যপাদ আত্মানন্দ গৌড় প্রভু উপস্থিত সকল ভক্তদের হরি কথা পরিবেশন করেন।এইদিন অনুষ্ঠানে প্রায় ২০০ জন ভক্ত উপস্থিত ছিলেন। পূজ্যপাদ আত্মানন্দ গৌড় দাস প্রভু উপস্থিত ভক্তদের একত্রিত করে মধ্যাহ্ন কালীন আরতি পরিবেশন করেন। পরিশেষে উপস্থিত সকল ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।