আবারও শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের শুভ আগমন মেছেদা মন্দিরে,আনন্দের জোয়ার ভক্তমনে

Nov 21, 2022

মেছেদা, পূর্ব  মেদিনীপুরঃ  পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা জগন্নাথ মন্দিরে ১৮/১১/২০২২ তারিখে শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের শুভ আগমনে  আনন্দে মাতোয়ারা হয় চারিদিক। এইদিন শ্রীল গুরুমহারাজের আগমন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের অন্তর্গত ইসকন,সংকীর্তন প্রচার বিভাগের অন্যতম মহারাজ তথা জি বি সি  শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ ,নামহট্ট প্রচার বিভাগের অন্যতম কো রিজিওন্যাল ডাইরেক্টর  পূজ্যপাদ পদ্মনেত্র দাস ব্রহ্মচারী প্রভু  এবং অনান্য বহু ভক্তবৃন্দ। মন্দিরে  শ্রীল গুরুমহারাজের আগমন হলে পুষ্পবর্ষণ গুরু বন্দনা ,গুরু আরতির মাধ্যমে তাঁকে স্বাগত করা হয়। শ্রীল গুরুমহারাজ শ্রী ভগবানের উদ্দেশ্যে আরতি নিবেদন করেন। শ্রীল গুরুমহারাজের আরতি নিবেদনের পর ভগবানের প্রসাদি মাল্য শ্রীল গুরুমহারাজকে অর্পণ করা হয়। এরপর শ্রীল গুরুমহারাজ একটি  ইষ্টগোষ্ঠীতে যোগদান করেন। ইষ্টগোষ্ঠী  সুসম্পন্ন হলে শ্রীল গুরুমহারাজ ভক্তদের উদ্দেশ্যে তাঁর আশীর্বাদ বানী প্রবচন প্রদান করেন এবং  ভক্তদের সঙ্গ দেওয়ার পর শ্রীল গুরুমহারাজ শ্রীধাম মায়াপুরের উদ্দেশ্যে গমন করেন। সবশেষে সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।