পায়রাডাঙ্গা মধ্যাহ্নকালীন বৈষ্ণব সেবা উৎসব
Apr 28, 2022
পায়রাডাঙ্গা,রানাঘাট,নদীয়াঃ নদীয়া জেলার রানাঘাট থানার অন্তর্গত পায়রাডাঙ্গার এক স্থানে ০৪/০৪/২০২২ তারিখে মধ্যাহ্নকালীন বৈষ্ণব সেবা উৎসব অনুষ্ঠিত হয় জয়ধ্বনী মঙ্গলাচরণ ভজন কীর্তনের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সূচনা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের অন্তর্গত ইসকনের শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্টের অন্যতম জেলা প্রচারক তথা নদীয়া এবং মুর্শিদাবাদ জেলার ভারপ্রাপ্ত প্রচারক পূজ্যপাদ বসুদেব নন্দন দাস ব্রহ্মচারী প্রভু। অনুষ্ঠানের প্রারম্ভে ভজন কীর্তন পরিবেশিত হয় এবং মধ্যাহ্নকালিন ভোগআরতি পরিবেশিত হয়। এরপর এই স্থানে পূজ্যপাদ বসুদেব নন্দন দাস ব্রহ্মচারী প্রভু উপস্থিত ৩০০ জন ভক্তদের উদ্দেশ্যে হরিকথা পরিবেশন করেন । এছাড়াও এই স্থানে গীতা বিতরণ করা হয়। এরপর এই অনুষ্ঠানে উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।