ইসলামপুর মিলনপল্লী পৌরসভা প্রাঙ্গণে শান্তিযজ্ঞের অনুষ্ঠান

Mar 28, 2022

ইসলামপুর, উত্তর দিনাজপুরঃ ২৭/০৩/২০২২ তারিখে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মিলনপল্লী পৌরসভা প্রাঙ্গণে বিক্রম  দাস কাউন্সিলের উদ্যোগে এক মহতী শান্তিযজ্ঞের এবং মধ্যাহ্নকালীন  বৈষ্ণব সেবা ও নামহট্ট অনুষ্ঠান সংঘটিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের অন্তর্গত ইসকন, নামহট্ট বিভাগের অন্যতম জেলা প্রচারক তথা উত্তর দিনাজপুর জেলার ভারপ্রাপ্ত প্রচারক পূজ্যপাদ সত্য মাধব দাস  ব্রহ্মচারী প্রভু। অনুষ্ঠানের প্রারম্ভে পুজ্যপাদ  সত্য মাধব প্রভুর সুমধুর কণ্ঠে ভজন কীর্তন পরিবেশিত হয় এবং এই স্থান আনন্দে ভরে ওঠে। এরপর এই স্থানে বৈষ্ণব ভজন,কীর্তন বৈষ্ণবীয় শান্তিযজ্ঞ এবং হরিকথা প্রদান করা হয়। এই স্থানে হরিকথা প্রবচন প্রদান করেন পূজ্যপাদ সত্য মাধব দাস প্রভু। প্রভুর পাঠ প্রদানের পর এই স্থানে মধ্যাহ্নকালীন ভোগআরতি পরিবেশিত হয়। প্রায় ১২০০ জন ভক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভোগ আরতির পর এই স্থানে উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।