শ্রী শ্রীমৎ ভক্তিবিলাস গৌরচন্দ্র মহারাজের উপস্থিতিতে রঘুনাথগঞ্জে রথযাত্রা ও জন্মদিন উপলক্ষে সান্ধ্যকালিন অনুষ্ঠান
Jul 07, 2022
রঘুনাথগঞ্জ,মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জের এক স্থানকে কেন্দ্র করে ০৬/০৭/২০২২ তারিখে রথযাত্রা ও জন্মদিন উপলক্ষে সান্ধ্যকালিন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের অন্তর্গত ইসকনের শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট বিভাগের অন্যতম কো রিজিওন্যাল ডাইরেক্টর শ্রী শ্রীমৎ ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ এবং নামহট্টের অন্যতম জেলা প্রচারক তথা মুর্শিদাবাদ, বীরভূম ও পাকুড় জেলার ভারপ্রাপ্ত প্রচারক পূজ্যপাদ নিত্যানন্দ চৈতন্য দাস ব্রহ্মচারী প্রভু। অনুষ্ঠানের প্রারম্ভে এই স্থানে উপস্থিত সমস্ত ভক্তদের একত্রিত করে গৌড়ীয় ভজন কীর্তন পরিবেশিত হয়। ভজন কীর্তনের পর শ্রী শ্রীমৎ ভক্তিবিলাস গৌরচন্দ্র মহারাজ এবং এইস্থানের ভক্তরা সান্ধ্যকালিন আরতি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এরপর শ্রী শ্রীমৎ ভক্তিবিলাস গৌরচন্দ্র মহারাজ জন্মদিন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এরপর শ্রীমৎ মহারাজ ছোট্ট মনীষা মাতাজির সাথে জন্মদিনের কেক কাটেন এবং তাঁকে আশীর্বাদ বানী প্রদান করেন। এইদিন অনুষ্ঠানে প্রায় ১৫০০ জনের অধিক ভক্ত এই স্থানে উপস্থিত ছিলেন। শ্রী শ্রীমৎ ভক্তিবিলাস গৌরচন্দ্র মহারাজ উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে জগন্নাথ লীলা মহিমা কথা পরিবেশন করেন। শ্রীমৎ মহারাজের শ্রীমুখে জগন্নাথ লীলা কথা শ্রবনে এই স্থানের ভক্তরা অত্যন্ত আনন্দিত হন। পরিশেষে উপস্থিত সকল ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।